WH-Question কাকে বলে?
[Wh বলতে W = What, When, Where, Which, Who, Whom, Whose, Why & H = How]
যে
সকল প্রশ্নের শুরুতে WH-Word থাকে তাদেরকে WH-Question বলে। WH-Word যেমন-
How, What, When, Where, Which, Who, Whom, Whose, Why etc.
অর্থাৎ WH-Question এর শুরুতে অবশ্যই কোন না কোন WH-Word থাকবে।
যখন আমরা কোন অজানা বা নতুন তথ্য জানতে চাই, তখনই WH-Question এর ব্যবহার জরুরি হয়ে পড়ে।
আগেই
উল্লেখ করা হয়েছে যে, WH-Question-এর একাধিক উত্তর হতে পারে৷ এ কারণে একটি
WH-Question-এ নির্দিষ্ট কোন উত্তর পূর্ব থেকেই সব সময় অনুমান করা যায়
না৷
উৎস অনুযায়ী WH-Word-গুলোকে তিন ভাগে ভাগ করা যায়। যথাঃ
1. Interrogative Adverb- How, When, Where, Why.
2. Interrogative Adjective- What, Which এবং
3. Interrogative Pronoun- What, Which, Who, Whom, Whose.
পরীক্ষায়
কয়েকটি Assertive Sentence দিয়ে তার যথাযথ (Appropriate) WH-Question গঠন
করতে বলা হয়। নিম্নে এটি কীভাবে করা যায় তা আলোচনা করা হলো। WH-Word গুলি
বাক্যের Subject, Object, Complement, Determiner etc. হিসাবে কাজ করে।
এজন্য প্রদত্ত বাক্যের Subject, Object, Complement etc. এর যে কোন একটির
স্থলে যথার্থ WH-Word বসিয়ে ভিন্ন ভিন্ন WH-Question গঠন করা যায়৷ যেমন-
নিচের বাক্যটি লক্ষ করঃ
Assertive Sentence-
The boy played tennis well.
Subject Object Complement
এবার Subject (The boy)- এর স্থলে যথার্থ WH-Word (Who) বসিয়ে WH-Question গঠন করলে আমরা পাই-
প্রদত্ত বাক্য- The boy played tennis well.
WH-Question: Who played tennis well?
আবার Object (tennis) এর পরিবর্তে যথার্থ WH-Word (What) বসিয়ে আমরা WH-Question গঠন করতে পারি। যেমন-
প্রদত্ত বাক্য- The boy played tennis well.
WH-Question: What did the boy play well?
আবার Complement (well) এর স্থলে যথার্থ WH-Word (How) বসিয়েও WH-Question গঠন করা যায়। যেমন-
প্রদত্ত বাক্য- The boy played tennis well.
WH-Question: How did the boy play tennis?
উপরের
আলোচনা থেকে এটা স্পষ্টতই বুঝা গেল যে, একটি বাক্যের (Assertive Sentence)
একাধিক WH-Question হতে পারে। তবে মনে রাখতে হবে পরীক্ষার জন্য যে
WH-Question-টি নির্ভুলভাবে গঠন করা সম্ভব শুধু সেটিই করা উচিত। কারণ
পরীক্ষায় একটি মাত্র WH-Question গঠন করতে বলা হয়।
N.
B. : শুধুমাত্র Who-এর ব্যবহারে বিশেষ কিছু কথা বলা দরকার। Who যখন
বাক্যের Object হয় তখন তা Whom-এ পরিণত হয়। এছাড়া Who যখন Possessive-এর
কাজ করে তখন তা Whose-এ পরিণত হয়। যেমন-
প্রদত্ত বাক্য- We made him our captain.
WH-Question: Who made him your captain?
প্রদত্ত বাক্য- We made him our captain.
WH-Question: Whom did you make your captain?
প্রদত্ত বাক্য- We made him our captain.
WH-Question: Whose captain did you make him?
Person পরিবর্তনের নিয়ম
WH-Question গঠন করার সময় প্রদত্ত বাক্যের-
1st Person সর্বদা 2nd person-এ পরিবর্তিত হয়। যেমন- I→You. Me→You. We→You. Us→You. My→Your. Our→Your. ) কিন্তু 2nd ও 3rd person-এর সাধারণত কোন পরিবর্তন হয় না। যেমন-
প্রদত্ত বাক্য- He calls me a fool.
WH-Question: What does he call you?
Verb-এর ব্যবহারের নিয়ম
Verb
ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে জটিল বিষয় হলো কখন WH-Question-এ Operator
(do, does, did) বসবে আর কখন বসবে না তা নির্ধারণ করা। এর উত্তরে সহজে বলা
যায়। WH-Word যখন বাক্যের Subject হয় তখন কোন Operator দরকার হয় না। কিন্তু
WH-Word বাক্যের Object হলে Operator-এর ব্যবহার অত্যাবশ্যক হয়ে পড়ে। তবে
বাক্যে কোন be, have বা modal auxiliary থাকলে সে ক্ষেত্রে তারাই Operator
-এর কাজ করে। সেক্ষেত্রে do, does, did ব্যবহারগত সমস্যা নেই। যেমন-
প্রদত্ত বাক্য- He calls me a fool.
WH-Question: Who calls you a fool?
লক্ষ কর এখানে কোন Operator ব্যবহৃত হয়নি। কারণ Who হলো WH-Question এর Subject.
আবার লক্ষ করঃ
প্রদত্ত বাক্য- He wanted me.
WH-Question: Whom did he want?
লক্ষ কর এখানে 'did' operator ব্যবহৃত হয়েছে। কারণ Whom হলো WH-Question-এর Object.
N.
B. অনেক ক্ষেত্রে এভাবে Operator ব্যবহার নির্ধারণ করা কঠিন হয়ে পড়তে
পারে। সে ক্ষেত্রে লক্ষ করতে হবে যে, প্রদত্ত বাক্যের Subject-টি যদি
WH-Question-এ উঠে যায় তবে কোন Operator ব্যবহার করতে হয় না। আর যদি
প্রদত্ত বাক্যের Subject-টি WH-Question-এ উপস্থিত থাকে তবে Tense অনুযায়ী
Operator (do, does, did) ব্যবহার করতে হবে। যেমন-
প্রদত্ত বাক্য- He wanted me.
WH-Question: Who wanted you?
প্রদত্ত বাক্য- He wanted me.
WH-Question: Whom did he want?
প্রদত্ত বাক্য- He wanted me.
WH-Question: Who did he want?
এখানে
প্রদত্ত বাক্যের Subject 'He' প্রথম WH-Question এ উপস্থিত না থাকায় কোন
operator লাগেনি। কিন্তু দ্বিতীয় বাক্যে 'He' উপস্থিত থাকায় operator 'did'
ব্যবহৃত হয়েছে।
বিভিন্ন WH-Word-এর ব্যবহার ও অর্থ সম্পর্কে আলোচনা
আমারা
আগেই উল্লেখ করেছি, প্রদত্ত বাক্যের Subject, Object, Complement,
Determiner etc. তুলে দিয়ে তদস্থলে যথার্থ WH-Word বসিয়ে WH-Question গঠন
করতে হয়। এজন্য প্রথমেই প্রদত্ত বাক্যের Subject, Object, Complement,
etc. শনাক্ত করে নেয়া বাঞ্ছনীয়। এরপর সুবিধামত যে কোন একটির পরিবর্তে
উপযুক্ত WH-Word বসিয়ে WH-Question গঠন করতে হয়। এখন বিভিন্ন WH-Word- এর
ব্যবহার ও অর্থ সম্পর্কে আলোচনা করা হলো।
No comments:
Post a Comment